মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতরে গড়ে উঠা ১৮টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করা হয়েছে। এ সময় চুল্লী পরিচালনার অভিযোগে মো. বেল্লাল হোসেন নামে এক ব্যাক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকেলে উপজেলা বাঁশতৈল দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, ওই এলাকায় বনের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা কয়লার চুল্লিতে বনের কাঠ কেটে কয়লা উৎপাদন চলে আসছে। এতে হুমকিতে পড়েছে ওই এলাকর পরিবশে এবং ছড়িয়ে পড়ছে ঠান্ডা কাশিসহ বিভিন্ন রোগ। খবর পেয়ে শনিবার বিকালে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ১৮টি কয়লার চুল্লি ধ্বংস ও চুল্লির মালিক বাঁশতৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বেল্লাল হোসেনে নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
priligy 30 mg 35 kg cm2 were evaluated with pulmonary function test FVC, FEV1, FEV1 FVC, PEF and respiratory muscle strength test MIP, MEP
Outpatient treatment is recommended for patients with URIs; however, some patients may require hospitalization for supportive measures such as nebulization, humidification of inspired air, and or removal of oculonasal discharge cost generic cytotec prices After controlling for pathologic features and cancer treatments, positive ER status was the strongest predictor of mortality in this cohort of women with BRCA2 associated breast cancer HR 2