মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলে মির্জাপুরে শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অপর্ণ মুক্তিযোদ্বাদের সমাবেশ ও বিজয় ব্যালির মধ্যদিয়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মির্জাপুরে পাক হানাদারমুক্ত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযোদ্বা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ সকল অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথম প্রহরে শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মুক্তিযোদ্বা সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, দুর্লভ চন্দ্র বিশ্বাস, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র এড. হাজী মোঃ মোশারফ হোসেন মনি, মো. শহিদুর রহমান প্রমুখ।
Leave a Reply