1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ

মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগে টানাপোড়েন, ২০ জুন সম্মেলন

  • আপডেট টাইম : Thursday, June 8, 2023
  • 638 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির গঠনের প্রায় ৮ মাস পর নতুন করে ২নং যুগ্ম আহবায়ক অপু শেখকে আহবায়ক হিসেবে মনোনীত করায় টানাপোড়েন চলছে। গত ৫ই জুন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ ধর্ম বিষয়ক সম্পাদক ও মির্জাপুরের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল গোস্বামী স্বাক্ষরিত প্যাডে অপু শেখকে আহবায়ক হিসেবে ঘোষনার পরই এই টানাপোড়েন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮জুন) বিকেলে অপু শেখের নেতৃত্বে পৌরসদরে শোডাউন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শিশির আহমেদ বিপ্লব, যুগ্ম-আহবায়ক সজিব হোসেন, আহবায়ক কমিটির সদস্য নাইস, সোহেল, জাহাঙ্গীর প্রমুখসহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহিদুর রহমান লাবু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাসুম রানা মাসুম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজুর রহমান কনক প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, গতকাল বুধবার (৭জুন) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক যথাক্রমে শরিফুল ইসলাম শরিফ, খন্দকার রাসেল, মোবারক হোসেন ও তাজুল ইসলাম একাব্বর হোসেনের নেতৃত্বে তারিফ আহমেদ সোহাগের স্থলে নতুন করে ২নং যুগ্ম আহবায়ক অপু শেখকে আহবায়ক মনোনীত করা বিষয়টি অগঠনতান্ত্রিক দাবি করে এর বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

এর আগে গত ৩০ মে মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় বিভিন্ন অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তারিফ আহম্মেদ সোহাগকে তার পদ থেকে অব্যাহতি চেয়ে ৭ যুগ্ম আহবায়ক ও ১১ সদস্য স্বাক্ষরিত লিখিত কপি জেলা ও কেন্দ্রে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ১৯ অক্টোবর ও ২৬ অক্টোবর দুই দফায় তারিফ আহম্মেদ সোহাগকে আহবায়ক ও ৭ জনকে যুগ্ম-আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন বলেন, বিষয়টি নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। যাইহোক সব সমস্যার সুন্দর সমাধানের জন্য এ মাসের ২০ তারিখ আমরা মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com