মো.জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে (টাঙ্গাইল-৭) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু প্রতীক পাওয়ার পর কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন ও পথসভা করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে শোডাউন শেষে মিজাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই পথসভার আয়োজন করা হয়। এরআগে সকালে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিস ও নির্বাচন কমিশন থেকে তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম আল মামুনের সঞ্চালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মন্টুকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) এ হাফিজ ও রাফিউর রহমান ইউসুফজাই। তারা সবাই এই নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এছাড়া মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর্জা শামিমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম আজাহার, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক নেতা জনাকীর্ণ এ সভায় উপস্থিত থেকে স্বতন্ত্র প্রার্থী মন্টুকে সমর্থন জানান।
প্রসঙ্গত, টানা ৮ বারের জনপ্রতিনিধি আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কোন পূর্ব ঘোষণা না দিলেও হঠাৎ করেই নির্বাচনে আসার ঘোষনা দেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তার এই নির্বাচন বর্তমান সংসদ সদস্য ও নৌকা মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর বিরুদ্ধে তা তিনি প্রকাশ্যেই ঘোষনা দেন।
উল্লেখ্য, সোমবার (১৮ ডিসেম্বর) টাঙ্গাইল-৭ সংসদীয় আসনে ৮জন প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম। প্রতীক প্রাপ্তরা হলেন, খান আহমেদ শুভ (নৌকা), মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক), জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি), মনজুর রহমান মজনু (মশাল), আরমান হোসেন তাপস (গামছা), রুপা রায় চৌধুরী (ডাব), মোক্তার হোসেন (গোলাপ ফুল)। গতকাল স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইসুফজাই সানি ও ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।