মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম আজাহারকে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া সংবর্ধনা শেষে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রতীক হাসান ও সালমাসহ আরও অনেক শিল্পী।
রোববার (৭ই জুলাই) বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরীফ হাজারী, কার্যকরী সদস্য মেজর (অব.) খন্দকার এ হাফিজ, কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, কার্যকরী সদস্য সুজয় দেব প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও দফতর সম্পাদক মো. জহিরুল হক।
সংবর্ধিত ব্যারিস্টার তাহরীম হোসেন হোসেন সীমান্ত তার বক্তব্যে বলেন, সংসদ নির্বাচনের পরে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে সেই জবাব এই নির্বাচনের মাধ্যমে মির্জাপুরের জনগণ দিয়েছে। আমরা মির্জাপুরে শান্তির রাজনীতিতে বিশ্বাসী, সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। একে অপরের সাথে মিলেমিশে চলবো, আমরা কোন হানাহানি চাইনা। মির্জাপুরবাসীর সম্মান মাথায় রেখে মির্জাপুরবাসীর জন্য ব্যতিক্রম কিছু করে দেখাবো ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত এই আসনের সাবেক সংসদ্য একাব্বর হোসেনের সন্তান। টানা ৪ বার এমপি থাকা অবস্থায় গত ২০২১ সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর উপনির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন খান আহমেদ শুভ। ফলে এই আসনে আওয়ামীলীগ অঙ্গনে এক রাজনৈতিক পালা পরিবর্তন হয়। যদিও পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। তবে রাজনৈতিক পালা পরিবর্তনে অনেকটা কোনঠাসা হয়ে পড়েন সাবেক এমপি একাব্বর হোসেনের অনুসারীরা। উপজেলা নির্বাচনে তার ছেলে ব্যারিস্টার সীমান্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এখানে একটি রাজনৈতিক ব্যালেন্স হয়েছে বলেই মনে করে সাধারণ মানুষ।