মোঃ সাজজাত হোসেন,
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমানের পক্ষ থেকে পুষ্টকামুরী গ্রামের মাদ্রাসার এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে শতাধিক এতিম শিশু কম্বল পেয়েছেন।
শীতার্ত এতিম শিশুরা বলেন, শীত আমাদের জীবনের অভিশাপ হিসেবে আসে। অধিকাংশ রাতই আমরা ঘুমাতে পারি না। অনেক সময় আগুন জালিয়ে শীত নিবারণ করতে হয়। এই কম্বল একটু হলেও স্বস্তি বয়ে আনবে।
পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার তও¦াবধানে কম্বল বিতরণকালে অসহায় এতিম শিশুদের নানা খোজখবর নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলী হোসেন রনি, বিএনপি নেতা হাজ¦ী সোরহাব ও মো.মোবারক হোসেন প্রমুখ।
কম্বল গ্রহীতারা আগামী দিনগুলোতেও এ ধরণের জন্যকল্যাণমুখী কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।