স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে রফিকরাজু ক্যাডেট স্কুলের নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসদরের মির্জাপুর ক্লাবের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রফিকরাজু ক্যাডেট স্কুল মির্জাপুর শাখার ভাইস প্রিন্সিপাল মরিয়ম আক্তার মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রফিকরাজু ক্যাডেট স্কুলের পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু।
রফিকরাজু ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক লাবণ্য আহমেদ’র সঞ্চালনায় নবীন বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রফিকরাজু ক্যাডেট স্কুলের শতাধিক শিক্ষার্থী , অভিভাবকগণ ও স্কুলটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।