হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
মির্জাপুরে মাসব্যাপি ক্ষুদ্র, কুটির শিল্প ও পণ্যমেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। রবিবার
বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপি এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ।
আওয়ামীলীগ নেতা হাজি আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, বণিক সমিতির সভাপতি ফারুক সিদ্দিকী, মির্জাপুর সদর কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান প্রমুখ।
মেলায় ৭৬টি স্টলে বিভিন্ন দেশীয় কুটির , ক্ষুদ্র শিল্প ও বিভিন্ন বানিজ্যিক পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য মাসব্যাপি উন্মুক্ত থাকবে।