মো. জোবায়ের হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী পাড়ের মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন।
মঙ্গলবার ( ১লা মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোড়াই খামারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মো. শওকত।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন উপজেলার কোথাও এধরনের কার্যক্রম চলতে দেয়া হবেনা। যারা একাজের সাথে জড়িত থাকবে তাদের আরও কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।