মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে প্রত্যয় বাকালী নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই সাজা দেন।
মির্জাপুর (ভূমি) অফিস সূএে জানাজায়, মির্জাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মির্জাপুর থানার এসআই মো. হাবিবুর রহমান উকিলের মাধ্যমে প্রত্যয় বাকালীকে মাদক সেবনের সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের অনাথ বাকালী ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেওহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদক সেবনের অপরাধে ওই ব্যক্তিকে আটক করে তাকে তিন মাসের সাজা দেওয়া হয়।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.