1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে বিএনপিপন্থি দুই চেয়ারম্যানকে দল থেকে বহিস্কার - mirzapurpratidin.com

মির্জাপুরে বিএনপিপন্থি দুই চেয়ারম্যানকে দল থেকে বহিস্কার

  • আপডেট টাইম : Friday, January 5, 2024
  • 1381 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বহিস্কৃতরা হলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী এবং উপজেলা বিএনপি’র সদস্য ও ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা মির্জাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাহেরুল ইসলাম খোকন প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

বহিস্কৃতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী শুক্রবার (৫ ডিসেম্বর) নৌকার কর্মী সমর্থকদের জন্য খিচুরিভোজের আয়োজন করে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অর্থদÐপ্রাপ্ত হন। এছাড়া গত ২২ ডিসেম্বর পরোক্ষভাবে তিনি নৌকার প্রার্থীকে সমর্থন জানান এবং স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে ভোটাররা রাজাকার হিসেবে আখ্যায়িত হবেন বলে বক্তব্য দেন। বহিস্কৃত অপর বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নৌকা মনোনীত প্রার্থীকে সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে বিএনপির পক্ষ থেকে।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সর্বোচ্চ দায়িত্বশীল কাউকে মুঠোফোনে পাওয়া না গেলেও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এই দুই নেতাকে বহিস্কারের সাথে নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার সংযোগ রয়েছে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com