স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মির্জাপুর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, বাংলাদেশ স্কাউটস, মির্জাপুর শাখার কমিশনার খোরশেদ আলম অংশ নেন। প্রাথমিক শিক্ষকদের মধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মির্জাপুর শাখার সভাপতি মঞ্জুর কাদের, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আব্দুল হামিদ প্রমুখসহ প্রায় শতাধিক স্কুল শিক্ষক ও স্থানীয় গন্যমান্যরা অংশ নেন।