মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোবরার মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন কোরআন খতম, দোয়া মাহফিল, আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) মো.মাসুদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।