মো. জোবায়ের হোসেন
ত্রাণ চুরি রোধে সরকার শাস্তির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে জামি’আ রাহমানিয়া জলীলীয়া কমপ্লেক্স এর অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, তার মন্ত্রণালয়ে ত্রাণ চুরির কোন সুযোগ নেই। তবে করোনাকালে ত্রাণ চুরি বা হেরফেরের ৫৫-৬৫ টি অভিযোগ তারা পেয়েছেন। যেগুলো মূলত খাদ্য মন্ত্রণালয়ের ১০ টাকা কেজির চাল, টিসিবি’র সয়াবিন তৈল ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি’র কার্ড। তবে এসব অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনটি নির্বাচিত জনপ্রতিনিধিও বরখাস্ত হয়েছেন।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙ্গনের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়া মানুষদের জন্য শুধু টিন নয় পাকা বাড়ি নির্র্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ৮ লক্ষ ৮৩ হাজার ৩৩টি ঘর নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং ইতোমধ্যে ৫৯ হাজার ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে বলে জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী দুপুর ২ টার দিকে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ঘুঘী গ্রামে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক ক্বারী পীরজাদা মাওলানা মুহাম্মদ ওমর ফারুক আল নোমানী। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাদগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম। এর আগে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মোঃ আজহারুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, এএসপি (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, টাংগাইল জেলার ডিআরআরও দিলীপ কুমার সাহা, টাঙ্গাইল সদর, মির্জাপুর, ঘাটাইল, সখিপুর, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যথাক্রমে এ কে এম মমিনুল হক, মোঃ আশরাফুজ্জামান এনামুল হক, এরশাদুল ইসলাম, মোঃ আবু বকর, মোঃ রাশেদুল ইসলাম মোঃ সেহাব উদ্দিন, মির্জাপুর ও নাগরপুর প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ- সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লা ও মোঃ মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ মামুন মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আশরাফুল আলম বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম রব্বানী যুবরাজ, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য সাব্বির আহমেদ, ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য দেওয়ান মোহসীন, ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সজিব মিয়া, সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply