মো.সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
বিকাশ গোস্বামী কে সভাপতি ও প্রমথেশ গোস্বামী শঙ্করকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন হয়েছে। রোববার শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। মির্জাপুর পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুরঞ্জন শেঠ তাপসের সভাপতিত্বে এবং সুশীল কুমার সরকারের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সমরেশ চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের টাঙ্গাইল শাখার সহ-সভাপতি চিত্তরঞ্জন সরকার, মুকুর কুমার সাহা, মিহির বরণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল কুমার চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সেন(লালু), সম্পাদক নিরঞ্জন পাল প্রমুখ।
সম্মেলনে নেতারা কল্যাণ ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ঘোষিত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠনসহ একাধিক দাবি জানান।