হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
মির্জাপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিফা আক্তার নামে ৩বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লতিফপুর ইউনিয়নের যুগিরকোফা গ্রামের মীর্জা শরীফুল ইসলাম ইছার মেয়ে বলে জানা গেছে।
পরিবার সুত্রে জানাগেছে, শিফা খেলার ছলে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খুজাখুঝির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি সংরক্ষিত মহিলা সদস্য লুৎফা বেগম নিশ্চিত করেছেন।