শামীম সুমন
টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে একটি রাজনৈতিক দলের সাবেক এমপি ও তার পরিবারে দুইজন ও উপজেলা শ্রমিক দলের সভাপতিসহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮১জন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, আজ ২৮ জুন রবিবার শনাক্ত হলো ৮ জন। এ পর্যন্ত করোনা শনাক্তের শীর্ষে রয়েছে মির্জাপুর উপজেলা। এদের মধ্যে একটি রাজনৈতিক দলের একজন সাবেক এমপি, উপজেলা শ্রমিকদলের একজন সভাপতিসহ ৮ জন রয়েছেন।
নতুন সংক্রমিত ব্যক্তিরা হলেন মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের চারজন শনাক্ত এরা হলেন ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের একটি রাজনৈতিক দলের সাবেক জাতীয় সংসদ সদস্য পুরুষ , সাবেক এমপির স্ত্রী ও কন্যা , শ্রমিক দলের সভাপতি , গোড়াই ইউনিয়নের দুইজন শনাক্ত গোড়াই মইন নগর গ্রামের এক যুবক (২৪) ও সোহাগপুর গ্রামের পুরুষ (৪২) এবং মির্জাপুর পৌরসভার দুইজন একজন ৭ নং ওয়ার্ড সরিষাদাইড় গ্রামের পুরুষ (৫৮) ও ৩ নং ওয়ার্ডের একজন পুরুষ (২৭) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে ও মির্জাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল মালেক মোস্তাকিম জানান, গত ২৪ ও ২৫ জুনের প্রেরিত নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আজ নতুন করে ওই ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হঢেছে। এ পর্যন্ত মির্জাপুরে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮১ জন,যার মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪৩ জন। করোনা নমুনা দিয়ে মুত্যুবরন করেন পুরুষ তার পজেটিভ শানাক্ত হয় গতকাল ২৭ জুন প্রাপ্ত ফলাফলের মধ্য পজেটিভ শনাক্ত হওয়া উপজেলায় মোট মৃত্যু ৫ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। পৌরসভার ৩ নং ওয়ার্ডে ৭ দিনের লকডাউন চলছে দ্বিতীয় ধাপে গত ২৬ জুন থেকে ২ জুলািই পর্যন্ত চলবে ২৮ জুন রবিবার আজকের একজন শনাক্তসহ এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ৩ নং ওয়ার্ডে করোনা পজেটিভ ৪১ জন।
Leave a Reply