1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ
দেশের ৬৪ জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষনমুক্ত করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা মির্জাপুরে ইনসার্ভিস বিভাগীয় ক্যাডেটদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ‘অবৈধ দখলের’ আওয়ামী লীগ অফিসটি এখন বিএনপি’র ! মির্জাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মির্জাপুরে যেভাবে আইনের আওতার বাইরে ছিনতাইকারী মির্জাপুরে যাত্রীবেশে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক আর নেই বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের ইন্তেকাল মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুমন গ্রেফতার বহু বছর ধরেই বাজার পরিস্থিতি অস্বাভাবিক- আমির খসরু মাহমুদ

মির্জাপুরে দুই দোকান থেকে ২৫ টন রড চুরি

  • আপডেট টাইম : Thursday, March 9, 2023
  • 504 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে চার দিনের ব্যবধানে দুই দোকান থেকে প্রায় ২৫ টন রড চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া ওই রডের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

চুরির ঘটনার মধ্যে বৃহস্পতিবার (০৯ মার্চ) মধ্যরাতে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকার কুমারজানি রোডস্থ সেলিম এন্টারপ্রাইজ থেকে ১২-১৩ টন ও গত রবিবার (৫ই মার্চ) ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কের পুষ্টকামুরী বড়বাড়ি এলাকার অহি এন্টারপ্রাইজ থেকে অন্তত ১২ টন চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি। এদিকে অল্প সময়ের ব্যবধানে রড চুরির দুটি ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অহি এন্টারপ্রাইজের মালিক এনায়েত হোসেন বলেন, রবিবার সকালে তার ম্যানেজার দোকানে গিয়ে দেখেন দোকানের শাটারের তালা ভেঙ্গে গোডাউনে থেকে অন্তত ১২ টন চোরেরা চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরা যাচাই করে তিনি দেখেন রাত ২.২০ মিনিটে কতিপয় চোর গোডাউনে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে ও পরে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে চুরির ঘটনা ঘটনায়। অপর ভুক্তভোগী সেলিম এন্টারপ্রাইজের মালিক মোখলেছুর রহমান সেলিম বলেন, বৃহস্পতিবার ভোরে স্থানীয় একজন তাকে জানান তার দোকানে শাটার খোলা। পরে দোকানে গিয়ে দেখতে পান শাটার কেটে ও তালা ভেঙ্গে দোকানে থাকা প্রায় ১২-১৩ টন চুরি হয়ে গেছে।

ভুক্তভোগী ইমারত নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ১০-১২ টন রড লোড বা আনলোড করতে ৫ জন লোকের কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় লাগবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা পেশাদার ও দক্ষ। একদম পৌরশহরে ভিতর এতো লম্বা সময় নিয়ে চুরির ঘটনা ঘটলেও তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিগোচর না হওয়ায় রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন কয়েকজন ব্যবসায়ী।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক আবু রায়হান বলেন, অহি এন্টারপ্রাইজের চুরির ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্তকাজ অব্যাহত আছে। সেলিম এন্টারপ্রাইজে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনা উদঘাটন করে দোষীদের চিহ্নিতের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. মজিবর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com