শাহ্ সৈকত মুন্না
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল-এই শ্লোগান নিয়ে রবিবার (৬ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন হয়েছে। সকালে উপজেলা ভুমি অফিস চত্তরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ।
সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সরকার সারা দেশে ভুমি মালিক ও সাধারন নাগরিকদের জন্য নানা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন ভুমি অফিসে অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায়ের রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহন, নামজারি/জমা একত্রিকরন ফিস গ্রহন, ভুমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ভিপি বন্দোবস্ত নবায়ন কার্যক্রম, নামজারির ডিসিআর ও খতিয়ান প্রদান এবং মিসকেস/ রিভিউ মামলার আবেদন গ্রহন করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, অনলাইন ভিত্তিক ভুমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান। আগামী ৩০ জুনের পুর্বে ভুমি মালিকগন নিজ নিজ এলাকায় ভুমি অফিসে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের এককপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি এবং সর্বশেষ ভুমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি দিয়ে সেবা গ্রহন করতে পারবেন।
Leave a Reply