স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ই জানুয়ারি) সকালে কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘের উদ্যোগে মির্জাপুর প্রেস ক্লাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শুভ সংঘ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ০৭ ( মির্জাপুর) এর সংদস্য খান আহমেদ শুভ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বিশ্বাস দূর্লভ, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।