শাহ্ সৈকত মুন্না, বিশেষ প্রতিনিধি :
কোভিড ১৯ বা করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে দিনমজুর, চা দোকানী, সিএনজি ও অটোশ্রমিক, রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।কর্মহীন হয়ে পড়া এসকল লোকজনের মধ্যে সরকারের তরফ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবদুল মালেক।
সোমবার (৩০ মার্চ)সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার আজগানা ইউনিয়নের ২শতাধিক দরিদ্র পরিবারে এবং সন্ধার পরে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পে ৮০ টি পরিবারের কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চাদোকানী, ফুটপাতেরক্ষুদ্র ব্যবসায়ী, রিক্স চালক, দিনমজুর প্রত্যেককে চাল, ডাল, আলু ওসাবান বিতরন করা হয়।এছাড়াও পথিমধ্যে ভোভোঘুর, ভিক্ষুক, কাজে অক্ষম বেক্তির মাঝেও এই ত্রান বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআবদুল মালেক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের কারনে এই উপজেলায় কর্মহীন কোনো মানুষ না খেয়ে থাকবেন না। সে লক্ষ্যে কর্মহীন লোকজনের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে।এছারাও আমাদের অন্যান্য প্রকল্প চলমান আছে।
Leave a Reply