মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ২০২২—২০২৩ শিক্ষা বর্ষের অর্থনীতি ও জীব বিজ্ঞান বিষয়ের একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষা বন্ধ করে মতবিনিময় সভার নামে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহানের চাকরিতে যোগদানের এক বছর পূতি উদযাপন অনুষ্ঠান পালন করা হয়েছে।
জানা যায়, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত ৭ সেপ্টেম্বর একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের এক বছর পূতি উদযাপন অনুষ্ঠান পালন করার জন্য পুনরায় গত ১ নভেম্বর ৩ নভেম্বরের বার্ষিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ দুপুরে কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহানের চাকরিতে যোগদানের এক বছর পূতি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষার আহবায়ক মো.জামিল হোসেন বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারব না অধ্যক্ষের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারেন।
এ ব্যাপারে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান বলেন, আমি কলেজ অভ্যন্তরীণ বিষয়ে যেকোন সময় সিদ্ধান্ত নিতে পারি। কতৃর্পক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা—পরিচালক প্রফেসর নেহাল আহমেদ এর মুঠোফোনে (০১৭১১১৪১৯৪৫) একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।