মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পর্যায়ে নিরাপদ মাতৃত্ব, এএনসি, পিএনসি, প্রসব পরিকল্পনা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ও আদর্শ পরিবার গঠন বিষয়ে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ লুৎফুল কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনার পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আমির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সোহেলী শারমীন ও মেডিকেল অফিসার ডাঃ আরিফ হোসেন
অনুষ্ঠান শেষে বিভিন্ন গেইম শো ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
I wish I could go back and never start taking it again after my reconstruction surgery buy priligy generic The theory behind this is that elevated potassium levels trigger your kidneys to filter out more water and sodium