স্টাফ রিপোর্টার
র্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে একটি র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। এরপর মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।