একটি আঙুল গর্জে উঠে
করল যেদিন শাসন
উঠল কেঁপে পাকবাহিনীর
স্বৈরাচারী আসন।
তাঁর ইশারায় বীর বাঙালি
বুকের জমিন পেতে
মুক্ত করে স্বদেশভূমি
গর্বে ওঠে মেতে।
এই আঙুলই জাতির পিতার
শেখ মুজিবুর নাম
জাতির পিতার জায়গাতে তাঁর
নাম লিখে রাখলাম।
‘ভোর হল দোর খোল’
পাখিদের সুর
রাজপথে হাঁটে যেন
শেখ মুজিবুর।
মুজিবুর ভুলেছিল
সব ডর-ভয়
পরাধীন হয়ে থাকা
একদম নয় ।
পাকিদের সাথে থাকা
নেই কোনো মানে
ছয় দফা স্বপ্নটা
স্বাধীনতা আনে ।
স্বাধীনতা এনে দিয়ে
নেতা মুজিবুর
আঁধার তাড়ায় আজো
হয়ে রোদ্দুর ।
মুজিবুর বাঙালির
মুক্তির গান
মুজিবুর ইতিহাস
চির অম্লান ।
আজ আকাশে শ্বেত পায়রা উড়ছে পাখা মেলে
মুক্ত মাঠে শিশুকিশোর ছুটছে হেসে খেলে।
উড়ছে বেলুন নানা রঙের লাল সাদা আর নীল
শাপলা শালুক হাওয়ায় দোলে পদ্মপাড়ের বিল।
স্রোতস্বীনি নদীর বুকে জয় বাংলার ঢেউ
কী যে খুশির বাঁধ ভেঙেছে, জানতে না কি কেউ?
হাসি ফোটে সবার মুখে মুক্ত সরোবর
জয়ধ্বনির বিজয় মিছিল এলেই ডিসেম্বর।
দীর্ঘ ন’মাস যুদ্ধ যুদ্ধ, যুদ্ধ যে সম্মুখে
মুক্তিসেনা পাক-হায়নার দেয় যে গতি রুখে
যুদ্ধে যাওয়া ভাই ফেরেনি, ভুলতে পারি শোক?
আজ আমাদের স্বাধীন এদেশ বিজয় দেখে লোক।
সবুজ পাতা নড়েচড়ে, পাখির গানে সুর
দুচোখজুড়ে স্বপ্ন হাজার, সুখের সমুদ্দুর।
গাঁয়ের বুকে আনন্দ-ঢেউ, হাসছে বাড়িঘর
বাংলাজুড়ে সুখ-ফোয়ারা ষোলোই ডিসেম্বর।
এই পতাকা দিলাম তোমার হস্তে
মাপ দেখো এর, দৈর্ঘ্য এবং প্রস্থে।
নাও দেখে এর কালার এবং ধরন
এর ইতিহাস শুনলে হবেই ক্ষরণ।
এই পতাকা থাকলে তুমি আছো
রক্তে কেনা, আগলে একে বাঁচো।
কার প্রেরণা, আর অবদান পিছে
জানতে হবে, নয় তো জীবন মিছে।
এই পতাকা তোমার- আমার গর্ব
মর্যাদা তাই চাই না হোক এর খর্ব।
লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া
এই পতাকা স্বপ্নরঙে ছাওয়া।
আমরা কি আর এই দেশেতে
ছিলাম স্বাধীন কেউ?
বুকের ভেতর ছিল সবার
দুখের তুমুল ঢেউ।
পাক-হায়েনা জুলুম করে
নিচ্ছিল সব কেড়ে
বাংলা মায়ের বীর ছেলেরা
দেয়নি ওদের ছেড়ে।
শির উঁচিয়ে যুদ্ধ করে
তাড়ালো সব পাকি
সেই তো শুরু খোকাখুকুর
স্বপ্ন আঁকাআঁকি।
আমরা হলাম বীর বাঙালি
আমরা কি পাই ভয়?
যুদ্ধ করে বিজয় আনি
জয় বাংলার জয়।
বিজয় মানে দুখের পরে
মুখে ফোটা হাসি
বিজয় মানে পরস্পরে
ভালোবাসা বাসি।
বিজয় দিল মুক্ত ডানা
উড়তে মজা বেশ
বিজয় মানে শেখ মুজিবের
স্বাধীন বাংলাদেশ।
বিজয় মানে সবাই আপন
স্বপ্ন-সুখের ঘর
বিজয় মানে একাত্তরের
ষোলোই ডিসেম্বর।
priligy and viagra Adrenocortical carcinoma tends to vary in appearance with frequent heterogeneous enhancement because of internal hemorrhage, necrosis, and calcification
Oki K, Plonczynski MW, Lam ML, Gomez Sanchez EP, Gomez Sanchez CE generic priligy online
where can i get generic cytotec without dr prescription When ADH is made somewhere other than the hypothalamus, it is called syndrome of inappropriate antidiuretic hormone SIADH
buying generic cytotec without insurance Serum follicle stimulating hormone and tamoxifen were measured as previously reported