1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজে প্রকল্প উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

  • আপডেট টাইম : Thursday, January 12, 2023
  • 372 বার

দেওয়ান সামান উদ্দিন, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজ ।এটির সংক্ষিপ্ত নাম BASC দ্বারা পরিচিত, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর শহরের কাছে ঢাকা শহরের প্রায় 46 কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রায় ৬০ একর আকর্ষণীয় গ্রামীণ পরিবেশ জুড়ে এই কলেজ ক্যাম্পাসে রয়েছে আধুনিক অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশাল সমাহার।
BASC হল সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট খ্রীষ্ট ধর্মানুসারীদের উচ্চ শিক্ষার সর্ব বৃহৎ শিক্ষা কেন্দ্র। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেনো আমাদের তরুণদের এমন এক সামগ্রিক শিক্ষায় শিক্ষিত করা যায় যা তাদের জীবনের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলোর আমুল উৎকর্ষ সাধন করে। তাই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য হল আমাদের ছাত্রছাত্রীদেরকে উপযোগী সেবা দানে ও আনন্দে ভরা জীবনের জন্য প্রস্তুত করা যা আমাদের মূলমন্ত্রে নিহিত – একতা, বিশ্বাস এবং শৃঙ্খলা।
এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে বৃহত্তর তিনটি অংশ, যথা: ১। ইংলিশ ও বাংলা ভার্সন স্কুল (কিন্ডাগার্টেন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে)
২। American Accredited Association অনুমোদিত ইন্টারন্যাশনাল কলেজ সেকশন।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত নার্সিং কলেজ।
আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের রয়েছে পৃথকভাবে ১০০০ ছাত্র ও ছাত্রীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা। তৎসঙ্গে রয়েছে আন্তর্জাতিক মানের সুবিশাল পাঠাগার। গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সাহায্যের ব্যাবস্থা। প্রায় শতাধিক অভিজ্ঞ শিক্ষক ও কর্মচারী দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটি শতভাগ মানসম্পন্ন শিক্ষা ব্যাবস্থা ধরে রাখতে সর্বদা সচেষ্ট।এছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও দক্ষিণ করিয়ার যৌথ প্রচেষ্টায় প্রতি বছর নানান নাগরিক সেবা দান করে থাকে । এমনি এক প্রচেষ্টার প্রকল্প “Change the World” প্রকল্প, যার সম্প্রতি উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির নিজস্ব Auditorium এ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিয়ার রাষ্ট্রদূত Lee Jang Gun । এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় Sahm Yook University President Pastor Kim IL Mok ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি Pastor Park Yun Gown. প্রকল্পটির উদ্দেশ্য হলো শিক্ষা ব্যাবস্থাকে মানুষিক চাপ হিসেবে নয় বরং আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে উপস্থাপন করে শিক্ষার্থীদের শুধু মাত্র শিক্ষিত করে তোলা নয় বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যেখানে ওই দূর্নীতি মুক্ত ভালো মানুষটিকে টাকা দিয়ে বেচা কেনা সম্ভব নয় এমনি এক শিক্ষিত নাগরিক সমাজ গড়ে তোলার মাধ্যমেই নতুন এক পৃথিবী গড়ে তোলার প্রকল্প। অত্র প্রতিষ্ঠানের বিশ্বাস, যেমনিভাবে শিক্ষাই জাতির মেরুদন্ড তেমনি শিক্ষা ব্যাবস্থা যত মজবুত হবে জাতির মেরুদন্ড ও তেমনি মজবুত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com