মো.জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৪০ দিন নামাজ আদায় করায় ৬৯ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে ৩ জনকে বাইসাইকেল ও ৬৬ জনকে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।
৬৯ জনের মধ্যে ২৯ জন পাঁচ ওয়াক্ত নামাজই জামায়েতের সহিত আদায় করতে পেরেছে। এ প্রতিযোগিতায় অংশ নেয়া সবার বয়স ৮-১৬ এর মধ্যে ছিলো।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু-কিশোরদের নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঈমাম ও খতিব।
পুরস্কার বিতরণকালে বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইয়ামিন বিন মাজিদ, বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুস ছামাদ মিয়া, সাধারণ সম্পাদক খান আব্দুল আলীম বাদশা, বহুরিয়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল সামাদ সিকদার, বহুরিয়া ২ নং ওয়ার্ড ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বহুরিয়া আদর্শ নূরাণী ও হাফেজিয়া মাদরাসার সভাপতি মল্লিক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদার, অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কয়েদ আলী সিকদার, সাধারণ সম্পাদক মো. আউলাদ হোসেন প্রমুখসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম বলেন, সব ধর্মের মূল্যবোধই সৃষ্টির কল্যাণে নিবেদিত। তাই যে আয়োজনের মাধ্যমে ওই কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।