মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া জহিরুল ইসলাম।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টির নিশ্চিত করেছেন তিনি। এরআগে বিকেলে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনে যোগ দেন তিনি।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সিবার উদ্দিন বলেন, গতকাল আমাদের এই নির্বাচন নিয়ে আলোচনা সভা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টানা তিনবারের উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এসময় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট, নেতাকর্মী ও সমর্থকদের মন্টুর পক্ষে কাজ করার আহŸান জানান।
এরমধ্যদিয়ে সমর্থনের পাল্লা ভারি হলো স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর। এরআগে প্রতীক বরাদ্দের পর তাকে সমর্থন জানান, নৌকার মনোনয়ন না পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ লিটন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ড. খন্দকার এ হাফিজ ও রাফিউর রহমান খান ইউসুফ জাই। এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে তাকে সমর্থন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম এবং মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।