স্টাফ রিপোর্টার
ঢাকা থেকে পরিচালিত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তক্তারচালা বাজারে বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে যাদু প্রদর্শনী অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।
হতেয়া রোডের ব্যাংক এশিয়ার গোল্ডেন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের পরিচালক হোসনি জোবাইরীর সভাপতিত্বে যাদু প্রদর্শনী পূর্বে অভিভাবক-শিক্ষার্থী সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক।
বাংলাদেশ টেলিভিশন ও মাই টিভির নিয়মিত প্রক্ষ্যত যাদু শিল্পী জেড.আই জহির ১০টি যাদু প্রদর্শন করেন। কমোলমতি ছাত্র-ছাত্রীরা তা দেখে অনেক আনন্দ উপভোগ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক রোওশনারা রুপা, ইনিয়া আক্তার,রানা মিয়া সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।