মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও চিকিৎসা সেবার অন্যতম বিদ্যাপিঠ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ জানুয়ারি) কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. পরিচালক (শিক্ষা) একুশে পদক প্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি।
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল, প্রফেসর ডা. রওশনারা বেগম, ডা. জাহাঙ্গীর কবির প্রমুখ।
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল এমবিবিএস ২০ তম ব্যাচের ১১০ জন ছাত্রীকে শপথ বাক্য পাঠ করান।
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের এডমিন অফিসার মোহাম্মদ আলী জানান, দেশ বিদেশের ১১০ জন শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি হয়। ভারত থেকে ৫০ জন (কাশ্মীর থেকে ৪০ জন) এবং বাংলাদেশের ৬০ জন শিক্ষার্থী এবার ভর্তি হয়।
পরে শিক্ষার্থীদের ফুল ও বিভিন্ন উপকরন দিয়ে বরন করে নেন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে সবাই এক সঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে।
Leave a Reply