দীপক বিশ্বাস রাজীব, ফটো সাংবাদিক:
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল মঙ্গলবার ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শুভূল্যা গ্রামে অবস্থিত কবরস্থান হতে লাশ চুরি রোধে ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হৃদয়ের ব্যাক্তিগত অর্থায়নে কবরস্থান বৈদ্যুতিক ভাবে আলোকিত রাখার ব্যবস্থা করেছেন। তার এই বিশেষ উদ্যোগে গ্রামবাসী সহ সকলে প্রসংশা করেছেন। গত বছর এই কবরস্থান থেকে লাশ চুরির ঘটনার পরে ইউপি সদস্য মোঃ সাইফুল জনগনকে আশ্যস্ত করেছিলেন তিনি কবরস্থান আলোকিত রাখার ব্যবস্থা করবেন। গতকাল মোঃ সাইফুল গ্রামবাসীর সহযোগিতায় একটি বৈদ্যুতিক খুটি স্থাপন, বৈদ্যুতিক তার সংযোগ ও একটি মিটার ব্যবস্থা করেছেন এবং পরবর্তিতে আরও ১৫-২০ টি সিমেন্টের খুটি ও লাইটের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য যে, এই কবরস্থানে শুভূল্যা সহ পাশের আরও তিনটি গ্রামের লাশ দাফন করা হয়।
Leave a Reply