1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ
মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে অর্থদণ্ড মির্জাপুরে সন্তানসহ এক বৌদ্ধ পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ আয়োজিত জুলাই- আগস্টে শহীদ ও আহতদের স্বরণে স্বরণ সভ মির্জাপুরে ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা মির্জাপুরে অসামাজিক কাজ বন্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ মির্জাপুরে জুলাই-আগস্ট ২০২৪ শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা মির্জাপুরে জামায়াতের জনসভা মির্জাপুরে ২০ অবৈধ কয়লা চুল্লি ধ্বংস, ৭০হাজার টাকা জরিমান মির্জাপুরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একগুচ্ছ ছড়া- শাহীন রায়হান

  • আপডেট টাইম : Monday, December 21, 2020
  • 838 বার

শীত ও পথশিশু

টাপুর টুপুর শিশিরকণা
শীতের ছোঁয়ায় তার আলপনা
ঘাসপাতাতে আঁকে।

রাত্রি হলেই আকাশ মাঠে
চাঁদের বুড়ি চরকা কাটে
মেঘমালাদের ফাঁকে।

কুয়াশাতে মাঠ ভরে যায়
মানুষগুলো পেটপুরে খায়
জড়ায় ঘুমের ফাঁদে।

পথশিশু পথের পাশে
মুখ লুকিয়ে সবুজ ঘাসে
হুহু করে কাঁদে।

চাঁদের বুড়ি কান্না শুনে
শীত তাড়ানোর কাপড় বুনে
দাঁড়ায় ওদের পাশে।

সেই কাপড়ের একটু ছোঁয়ায়
পথশিশু রাতটা পোহায়
দুঃখ ভুলে হাসে।

অবাক ঝিঁঝিপোকা

নিঝুম রাতে উদাস হাওয়া
দুধ সাদা রং কাশে
পরশ বুলায় জুম ফসলে
শিশির ভেজা ঘাসে।

ঝিলিকমিলিক জ্যোৎস্না মাখা
রূপোর জলের ধারা
চলছে ছুটে নদীর বাড়ি
আজকে ভীষণ তাড়া।

যাচ্ছে উড়ে দুই নিশিবক
দুলছে ফুলের থোকা
দুলছে পাল ও চাঁদের আলো
অবাক ঝিঁঝি পোকা।

ঘুমটা এখন রাখ

ঘুমপরিরা জড়ায় যখন
খুকুর দুচোখজুড়ে
ছোট্ট খুকু যায় হারিয়ে
স্বপ্নলোকে, দূরে।

ওই আকাশের চাঁদ তারাদের
খুকু ডাকে আয়
জ্যোৎস্না মাখা আলোর পথে
হিম বাতাসের নায়।

বলছে খুকু এলে
জোনাইবাতি জ্বেলে
শিশির ছুঁয়ে খেলবে
খুশির ডানা মেলবে
লাল শাড়িতে গা জড়িয়ে
নূপুর পড়ে পায়।

হঠাৎ মায়ের ডাক
ডাকছে সাথে কাক
বলছে খুকু স্কুলে যা
ঘুমটা এখন রাখ।

মনটা আমার আলোর রেখা

মনটা আমার আলোর রেখা
আলোর যদি পায় সে দেখা
পাখি হয়ে ডাকে
সবুজ ঘাসে পরম সুখে
রোদের ছবি আঁকে।

বকের মতো সাদা মেঘে
সুতোছেঁড়া হাওয়ার বেগে
পাখনা মেলে রাখে
ঝলমলানো আলোর ধারা
সারাটাক্ষণ মাখে।

ফুলবাগিচায় হয় সে মালি
সঙ্গী করে গাছগাছালি
পরশ বুলায় শাখে
স্বপ্নমাখা আলোয় আলোয়
মন ভরিয়ে রাখে।

শীত

খেজুর রসের গন্ধ আকুল করে
হিমেল হাওয়ায় গাছের পাতা ঝরে
পথের পাশে সবুজ ঘাসে
শিশির যেন মুক্তা হাসে
ছোট্ট খুকু হাত বাড়িয়ে ধরে।
.
হিম কুয়াশার চাদর গায়ে মাঠে
কৃষক ভাইয়ের ব্যস্ত সময় কাটে
টাটকা শাকের একটু ঝোলে
মিষ্টি রোদে মনটা দোলে
খেজুর রসের দোকান বসে হাঁটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com