স্টাফ রিপোর্টারঃ আজ ১৬/০৫/২০২০ (শনিবার) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: একাব্বর হোসেন এমপি, সড়ক ও জনপথের (জয়দেবপুর-এলেঙ্গার সাসেক-১)-এর প্রজেক্ট ডাইরেক্টর (PD) ও প্রজেক্ট ম্যানেজারকে (PM) ও অন্যান্য কর্মকর্তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন:
১. হাইওয়ের সংলগ্ন মির্জাপুর বাজার বংশাই রোডের ট্রেন লাইন হইতে হাইওয়ে আন্ডারপাস পর্যন্ত দ্রুততম সময়ের মধ্যে রাস্তা উন্নয়ন করণ।
২. বংশাই রোডের আন্ডারপাসের উত্তর দিক হইতে পোষ্টকামরী ব্রিজ পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্হা করণ।
৩. দেওহাটা আন্ডারপাসের দক্ষিণ এবং উত্তর সাইডের সার্ভিস লেন প্রসস্ত করণ।
৪. দেওহাটা ব্রিজ সংলগ্ন পূর্ব পাশের রশিদ দেওহাটা-জুগিরকুফা রাস্তা উন্নয়ন।
Leave a Reply